স্নেহা তার ভালোবাসার মানুষ পিয়াসের প্রতীক্ষায় দিনের পর দিন পথ চেয়ে থাকার গল্পই চোরাবালি উপন্যাসকে এগিয়ে নিয়ে গেছে তার গন্তব্যের দিকে। যেখানে স্নেহা পিয়াসের অপেক্ষায় একাকী জীবনের পথে এগিয়ে চলেছে কোনরকম অভিযোগ ছাড়া। স্নেহার দৃঢ় বিশ্বাস পিয়াস তার জীবনে ফিরে আসবেই। কিন্তু সবাই বলে পিয়াসকে ভুলে যেতে। স্নেহার মন মানে না। সে এগিয়ে চলে অজানা গন্তব্যের দিকে। সেই অচেনা পথে অপ্রত্যাশিত ভালোবাসা হয়ে স্নেহার সামনে এসে দাঁড়ায় তুষার, যে তাকে ভাসিয়ে নিতে চায় তার আপন পৃথিবীতে। কিন্তু পিয়াস? স্নেহার প্রতি পিয়াসের ভালোবাসা, বিশ্বাস- সবকিছুকে ছুড়ে ফেলে স্নেহা কি তুষারের ভালোবাসার পৃথিবীতে পা বাড়াতে পারবে? এমনই ভালোবাসার টানাপোড়নের গল্প ‘চোরাবালি’। কেন্দ্রীয় চরিত্র পিয়াস, স্নেহা আর তুষারের পাওয়া না পাওয়ার গল্পে কে তার ভালোবাসাকে হারিয়ে ফেলে ভালোবাসার চোরাবালিতে আটকে যাবে- সেই প্রশ্নের উত্তর দেবে ‘চোরাবালি’ উপন্যাস।