আসমান আলী প্রথমত ছড়াকার, দ্বিতীয়ত কবি, সংগঠক ও কথাসাহিত্যিক। সদালাপী গল্পকার আসমান আলী একজন পোড় খাওয়া লেখক। জীবনকে দেখেছেন খুব কাছ থেকে। নিবিড়ভাবে লিখেছেন জীবনের অপ্রকাশিত কথামালা। এইজন্য তাঁর লিখনীতে জীবন্ত হয়ে উঠেছে বাংলার গ্রামীণ জীবনের শেকড়ছেঁড়া হৃদয় নিংড়ানো কষ্টের সাতকাহন। কুষ্টিয়ার উর্বর মৃত্তিকায় জন্ম আর বেড়ে ওঠা। যে মাটিতে পদ্মা-গড়াই প্রবাহ নিত্য ছড়িয়ে দেয় সুধা-রস। যে আকাশে বাউল সম্রাট লালন শাহ্, মীর মশাররফ হোসেন, কবি আজিজুর রহমান, বাঘা যতীন, সাংবাদিকতার প্রবাদ পুরুষ কাঙ্গাল হরিনাথ, বিচারপতি ড. রাধাবিনোদ পাল কিংবা আব্দুল যব্বারের মত জ্বলজ্বলে নক্ষত্র। সেই শিল্প-সাহিত্যের রাজধানী কুষ্টিয়া তাঁর গল্পের আদিভূমি। গল্পকার আসমান আলী’র ‘দেনমোহর’ গল্পগ্রন্থ পাঠক হৃদয়ে জোয়ার আনবে আমাদের বিশ্বাস। তাঁর লেখনীর গঠনকৌশল তাঁকে খ্যাতিমান গল্পকারের মর্যাদা এনে দিবে। আমার বিশ্বাস লেখকের এই সাহিত্যের গতিময় ট্রেন অনেক দূরে যাবে। থামবে অনেক অচেনা জংশনে, আর সোনার আলোয় ভরিয়ে দেবে বাংলা সাহিত্যের উর্বরভূমি।