বিপদ-আপদ ও মুসিবত তো মানবজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষত যারা মুসলিম ও নিজেদেরকে দ্বীনের পথে পরিচালিত করতে চায়, বিপদ-আপদ ও মুসিবত যেন তাঁদেরকে চারদিক থেকে ঘিরে ধরে। কিন্তু আল্লাহ তাআলা বিপদ-আপদ ও মুসিবত থেকে মুক্তির উপায় বলে দিয়েছেন। তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেগুলো শিখিয়ে দিয়ে গেছেন। আর সেই উপায় হচ্ছে দুয়া ও আযকার। মাসনুন দুয়া ও আযকারের মাধ্যমে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা ও সাহায্য কামনা করা হচ্ছে বান্দার কর্তব্য। প্রিয় মুসলিম ভাই ও বোন! বান্দার অনূদিত ও সংকলিত এই বইটি আপনাকে এই কর্তব্য পালনে সাহায্য করবে ইনশা আল্লাহ। এটি হচ্ছে বিপদ-আপদে পঠিত সংক্ষিপ্ত দুয়াসমূহের একটি সংকলন। এটি দীনী ও দুনিয়াবি যে কোন ধরণের পেরেশানিতে পতিত বিপদগ্রস্ত আলিম-উলামা, দাওয়াত ও তাবলীগের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, আল্লাহর পথের সৈনিক ও সাধারণ মুসলিমদের জন্য প্রস্তুত করা হয়েছে। এবং এতে কুদরতি বিপদ-আপদ, দুশমনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল থেকে সুরক্ষার দুয়া ও যিকিরসমূহ জমা করা হয়েছে। গ্রহণযোগ্য আলিম ও ফকিহদের কিতাবাদি থেকে সংকলন করা হয়েছে। আপনি নিশ্চিন্তে এই বইটি থেকে উপকৃত হতে পারেন ইনশা আল্লাহ।