মুসলিম মাত্রই একজন দাঈ। কল্যাণের দিকে মানুষকে আহ্বান করাই তার মূল কাজ; কিন্তু দাওয়াতের এই পরিচয় সঠিকভাবে বহন করতে আমরা যারপরনাই ব্যর্থ। এর মূল কারণ হলো আমাদের জ্ঞানের স্বল্পতা ও চিন্তার দৈন্যদশা। আজকাল দ্বীনের দাওয়াত পৌঁছানোকে আমরা একটি পেশা মনে করছি—যেখানে নির্দিষ্ট কিছু লোক এ কাজের আঞ্জাম দেবেন। তাঁরা ইসলাম বিষয়ে কিছু বয়ান দেবেন; শ্রোতারাও আবেগে আপ্লুত হবেন এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ঘরে ফিরে যাবেন। দিনশেষে বয়ানদাতা বড়ো অঙ্কের হাদিয়া পকেটে পুরে দায়িত্বের ইতি টানবেন। একটি মুসলিম সমাজের জ্ঞান-চিন্তা ও সাংস্কৃতিক বিপর্যয় কোন পর্যায়ে পৌঁছলে পরিস্থিতি এমন হওয়া সম্ভব! এই বিপর্যয় ও সংকট মোকাবিলার নিমিত্তেই দাঈদের জ্ঞানচর্চা গ্রন্থের আয়োজন। গ্রন্থটি একজন দাঈ ইলাল্লাহর সামনে আদর্শ দাঈর জানার পরিধি, চিন্তার বিস্তৃতি ও জ্ঞানের সম্ভার সম্পর্কে সঠিক রূপরেখা তুলে ধরবে—যাতে একজন দাঈ যথাযথ হকের সাথে দাঈ ইলাল্লাহর কাজ আঞ্জাম দিতে পারেন।
মাশাল্লাহ। অসাধারণ লিখনি। অনুবাদ অনেক সুন্দর হয়েছে। বইয়ের ভুমিকায় উল্লেখ আছে, 'এই বই একজন মুমিনের জ্ঞান অর্জনের সিলেবাস। সে কোন বিষয়ে পড়াশোনা করবে, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে লেখা। আল্লাহ লেখককে তার নিকটতম বান্দা হিসেবে কবুল করুন। অনুবাদক স্যারের এরকম অনবদ্য অনুবাদ আরও চাই। পরিশেষে গার্ডিয়ান পাবলিকেশন কে অনেক ধন্যবাদ, তাদের বইগুলো ইবুকে স্টোর করার জন্য। আমার মত যারা বিদেশে থাকে। তাদের জন্য অনেক ভালো হয়েছে।
Read all reviews on the Boitoi app