রয়েল ক্যাপিটাল ক্লাবের অনুষ্ঠান শেষ করে জারাকে নিয়ে ফ্ল্যাটে ফিরতে রাত হয়ে যায়। অনুষ্ঠানটা এত জমকালো হবে জারা-জয় কেউই ভাবেনি। বিশ্বখ্যাত ক্রিকেটার শুভ আর সুপার মডেল শিফা অনুষ্ঠানের জৌলুস আরো বাড়িয়ে দেয়। অতিথিরা দেশ সেরা দু'জন ব্যক্তিত্বকে একসঙ্গে পেয়ে ভীষণ উল্লসিত ছিলেন। অতিথিদের শিফা আর শুভর সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছিল। সবাই হৃদয়ের অন্তস্থল থেকে জারা-জয় জুটিকে আশির্বাদ করেন। সারাটা দিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গ্যাছে। দু'জনেই ভীষণ ক্লান্ত। ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হয়ে দু'জনেই ঘুমানোর প্রস্তুুতি নিতে থাকে। শুধু একটা ডিম-লাইট অন রেখে দু'জনে বিছানায় শুয়ে পড়ে। জারা, আমার মনে হয় আমাদের আজ থেকেই ফ্যামিলির সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করা উচিত। আজ থেকেই ? হ্যাঁ আজ থেকেই। কারণ তিন নাম্বার সদস্য পৃথিবীতে আসতেও তো বেশ সময় লাগবে। তাই ভাবছি আমাদের আর দেরী করা ঠিক হবে না। তুমি কি বল ?