টিনি এরপর দক্ষিণ আমেরিকার পুরো সাগর পাড়ি দিল। এই সাগরের পানি এতোই ঠান্ডা ছিল যে, তাকে শরীর গরম/উষ্ণ রাখার জন্য জোরে জোরে/দ্রুত সাঁতার কাটতে হয়েছিল। কিছু পর সে সমুদ্র পৃষ্ঠ/তল থেকে উত্থিও/উপরে উঠা/উঁচুতে বড় একটি দ্বীপের দেখা পেল। এর নাম কোকোস দ্বীপ। “বোনোস ডিয়াস (শুভ সকাল)!”একটি কন্ঠস্বর বলে উঠলো। “আমি কি তোমাকে সাহায্য করতে পারি?” টিনি তার সামনেই একটি অদ্ভুত মাছ দেখতে পেল, যা সে আগে কখনই দেখেনি। সে অবাক হয়ে বললো, “উম্”। “আমার নাম টিনি। তবে আমি জানিনা আমি কে”, টিনি সেই প্রাণীটিকে বললো। তারপর সে পাল্টা প্রশ্ন করলো “আচ্ছা, তুমি কে বলতো”?