বৃত্তান্তঃ হৃদয়ের ক্যানভাসটিকে বিবর্ণ করে দিতে একটা ফোঁটা ধূসর রঙ ই যথেষ্ট। আবার একটি প্রাণোচ্ছল হৃদয়ের স্পর্শে বিবর্ণ ক্যানভাসটি অনুরক্ত হয়ে উঠে। ধূসর, ফ্যাকাশে, পাংশুর বর্ণ হয়ে উঠে গাঢ় লাল। গল্পটি একটি বেরং, আত্মদাম্ভিক, নিরেট হৃদয়ের যে তার হৃদয়ের দরজা চিরতলে বন্ধ করে দিয়েছিলো। গল্পটি একটি প্রাণবন্ত হৃদয়ের, যার মাঝে নিবদ্ধ হাজারো রঙ্গিন প্রজাপতি, কিছু খুনসুটি, কিছু পাগলামী। গল্পটি দুটি বিপরীতধর্মী হৃদয়ের একবন্ধনে আবদ্ধ হওয়ার। যেখানে হৃদয়ের সেই ফ্যাকাশে, বেরং ক্যানভাসটি প্রাণোচ্ছল রঙ্গের স্পর্শে হয়ে উঠবে অনুরক্ত। সেই ক্যানভাসে নতুন প্রণয়চিত্র আঁকার গল্পই অনুরক্ত ক্যানভাস.....
"প্রথমেই তোমার লেখা ১ম ই-বুকের জন্য রইল অসংখ্য অভিনন্দন ❤️ পুরো গল্প টায় খুবই সুন্দর ভাবে উপভোগ করেছি। এত সুন্দর ছিল গল্প টা। পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেলো বুঝতেই পারিনি। গল্প টা যেমন দারুণ ছিল তেমনই গল্পের নামটাও আমার মনের ক্যানভাসে গেঁথে গেছে। কি সুন্দর নাম গল্পটার ❝অনুরক্ত ক্যানভাস❞। গল্পের প্রতিটি চরিত্রই ছিল প্রাণোবন্ত। প্রত্যেকটা চরিত্রই ছিল মানানসই। শ্যাম্পু বেগম আর শরীফ সাহেবের চরিত্র টা বেশ উপভোগ করেছি। এই দুইটা চরিত্র বেশ আনন্দ দিয়েছে। হাসিয়েছ। বিশেষ করে শ্যাম্পু বেগমের কথোপকথন গুলো। জয়ী,লামিয়া,সামিয়া,রাশেদা,আদনান,শাহানা সবার চরিত্রই ভালো লেগেছে। সবচেয়ে প্রিয় চরিত্র হয়ে উঠেছে জায়ান আর মুনতাহা।গল্পটায় তো তাদের ঘিরে। তাদেরই তো বেশি মনে ধরার কথা। জায়ানকে বেশি মনে ধরেছে। দ্বিতীয় বার ভালোবাসায় পা দেবে না ভেবে আবার তার মনের ক্যানভাসে ভালোবাসারা জন্ম নিয়েছে সেটা শুধু মাত্র মুনতাহার জন্য। মেয়েটায় তো অন্য রকম। তাকে ভালো না বেসে থাকা যায়। মুনতাহার প্রগাঢ় ভালোবাসায় জায়ানও ডুব দিয়েছে অবশেষে। অবশেষে আবার দুটো ভালোবাসা পূর্ণতা পেলো। সব শেষে লেখিকা আপুর জন্য রইল অজস্র ভালোবাসা এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। এমন গল্প আরও চায়❤️❤️🌸"
ভালো হয়েছে।
Read all reviews on the Boitoi app
গিফট পাওয়া বইটা পড়ে শেষ করলাম, এতো সুন্দর একটা বই গিফট করার জন্য ধন্যবাদ গিফট প্রদানকারী!প্রাক্তন প্রাক্তনই,একে নিয়ে বর্তমান অর্থাৎ নিজস্ব অর্ধাঙ্গিনী কে অবহেলা বা তার সাথে তুলনা করা খুবই জঘন্য এবং দৃষ্টিকটু!অতীত ভুলে,নিজের বর্তমান কে নিয়ে, নিজ স্ত্রী কে সম্মান করে,তার রঙে নিজের বেরঙিন ক্যানভাস কে রঙিন করার জন্য জায়ানের চরিত্র টা আমাকে মুগ্ধ করেছে,সবচেয়ে বেশি যেটা টানছে তা হলো এতো বছর বন্ধুত্ব,প্রেম,ভালোবাসার পরও বিয়ের পর আর প্রাক্তন এর জন্য লুতুপুতু ভাব টা না আনা, আর তার সহধর্মিণী চঞ্চল চড়ুই মুনতাহা!মনোমুগ্ধকর ছিলো তাদের যাত্রা!
খুব ভালো হয়েছে 💙🖤
খুব সুন্দর লিখনী, পড়ে খুব ভাল লেগেছে। অনেক অনেক শুভকামনা
খুব সুন্দর হয়েছে মৈথিপু☺️☺️
ক্যানভাসে নতুন রঙে অনুরক্ত জায়ান আর মুনতাহা দুজনেই মন কেড়েছে। শ্যাম্পু বেগম,শরীফ সাহেব,রাশেদা, শাহানা,আদনান আর শিম্পাঞ্জির সাগরেট ৩ ননদ লামিয়া, সামিয়া,জয়ী সবাই যে যার নিজ চরিত্রে ছিল প্রাণবন্ত। শরীফ সাহপবের রুম্বা জুম্বা নাচের মধ্য দিয়ে কখন যে পড়তে পড়তে গল্প শেষ বুঝতেই পারিনি। অসম্ভব সুন্দর লেখনি।অনেক শুভকামনা লেখিকা আপুর জন্য।ভবিষ্যতে আরো মনকাড়া লেখনি উপহার দিও। ভালোবাসা অবিরাম💝💝💝
এক কথায় অনবদ্য।
খুব সুন্দর। আগামীর জন্য শুভ কামনা ♥️♥️
simple plot k lekhika eto sundor kore likheche j shuru theke sesh porjonto golper majhei atke chilam... Oshadaron....
Mashallah apu golpo ta onek sundor silo❤️🥰