প্রিয় কোনো পুরাতন বই যেন এই বিউটি বোর্ডিং; যেন পুরনো দিনের কোনো গান, শ্রাবণের বৃষ্টিধারা যেন নির্জন একটি বাড়ি বিউটি বোর্ডিং। একটি লাজুক ফুল ফুটে আছে টবে দেয়ালে পড়েছে ঝুল, তবু এই বাড়ি যেন খুব ঘন হয়ে বসে কথা বলে, শোনায় তরুণ কবি নিজের কবিতা। এখন নেমেছে বৃষ্টি, বেশ মেঘাচ্ছন্ন পুরাতন ঢাকার আকাশ, চেয়ে দেখি সামান্য দূরেই বসে আছে একটি শালিক, তাকে কি বলবে ডেকে কেউ, 'যাও পাখি'...