গেমসের দুনিয়াকে আরো বেশী পপুলার এবং ইউজার ফ্রেন্ডলি করেছে টেকনোলজির ব্যবহারের মাধ্যমে তৈরী গেমসগুলো। এন এফ টি গেমস তেমনই একটা গেমস যা টেকনোলজি বিশেষজ্ঞদের দ্বারা তৈরী এবং ক্রিপ্টোকারেন্সীর সাথে মিলেমিশে একত্রে নতুন এক জগত তৈরী করছে। এন এফ টি গেমসের ইতিহাস বইটিতে মূলত এন এফ টি এর আবিষ্কার, ব্যবহার এবং সেই সাথে এন এফ টি গেমস কিভাবে বর্তমান বিশ্বের গেমস জগতকে আমূল পাল্টে দিয়েছে এবং দিয়ে চলেছে তারই বিবরণ। এন এফ টি গেমসের ইতিহাস বইটি পাঠ করার মাধ্যম পাঠক এন এফ টি গেমস এর সাথে টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার করে আয় করা এবং ক্রিপ্টোকারেন্সির মত আধুনিক লেনদেন সম্পর্কে জানতে পারবে। এন এফ টি থেকে কিভাবে আয় করা যাবে, এন এফ টি গেমস কিভাবে বর্তমান বিশ্বের সাথে সাথে আগামীর বিশ্বের গেমস এর জগতকে লিড করবে সে সম্পর্কিত আলোচনা করা হয়েছে। পরিশেষে পাঠকের নিকট অনুরোধ, এন এফ টি গেমস সম্পর্কে টুকটাক লেখার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।