লঘুচাপটা আরব সাগর থেকে উঠে এসেছে। ভারতের উপর দিয়ে উড়ে গিয়ে সোজা হিমালয় পর্বতের সাথে ধাক্কা খেয়ে পিছিয়ে পড়েছে। ফলে গত দুইদিন যাবৎ ঢাকা সহ দেশের ব্যাপক এলাকায় ভয়ংকর রকমরে ভারী বৃষ্টি হচ্ছে। পানি শোষে নিতে নিতে মাটির আর কোনো শক্তি নেই। একেবারে খিরের মতো নরম হয়ে গেছে। ঢাকা শহরের প্রায় সব রাস্তাতেই পানি জমে গেছে। বৃষ্টির কারণে জামাল সাহেব গত দুইতিন যাবৎ সকাল বেলা হাঁটতে যেতে পারেন না। এত বৃষ্টিতে কি আর হাঁটা চলে? আজ সকাল বেলা বৃষ্টি থেমে গেছে। জামাল সাহেব ফজর নামাজ পড়ে হাঁটতে বের হলেন। পার্কে গিয়ে তিনি অনেককেই পেলেন। কারণ তারাও গত কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে হাঁটতে আসতে পারেন নি। হাঁটতে না পারার কারণে তারা সাস্থ্য চিন্তায় খুবই বিমর্ষ হয়ে গেছেন। তাই সবাই খুব মনোযোগ দিয়ে হাঁটছেন। রেফাজ হতাশাবাদী মানুষ। কারো সাথে দেখা হলে আগে খারাপ খবরটা বলবেন। সব ঘটনাতেই তিনি বড়োই নিরাশ।