‘মানুষ দেখা’ নামে সিরিয়াস কিছু মনে হলেও আসলে মোটেই তা নয়। সহজ ভঙ্গিমায়, সাবলীল ভাষায় বর্ণিত অতি সাধারণ ব্যঙ্গ রচনা। নিজেকে মানুষ ভাবা বা বলতে পারা বুকের পাটার বিষয়। হাজার লোক থেকে সেই মানুষ দেখা চাট্টিখানি কথা নয়। সেই মানুষ দেখার চেষ্টা করা হয়েছে জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন আখ্যানে। মানুষ খোঁজা এবং দেখার মতো কঠিন কাজটি সরস লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে হাস্যরসের মাধ্যমে আর রমণীয়তায়। জীবন পথে অবিরাম হেঁটে চলা এক পথিক পথে পথে দেখেছেন মানুষ, খুঁজেছেন মানুষ গভীর ভাবে। জীবনের পথ ভ্রমণকারীর কাহিনীতে উঠে এসেছে কিছু মানুষ এবং মানুষের চরিত্র। যা পড়তে পড়তে কখনো হাসবেন, কখনো দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরবেন, কখনো নিজের চুল ছিঁড়বেন, কখনো আপনি অতীতে ফিরে যাবেন, কখনো বর্তমান আপনাকে ভাবাবে অথবা ভবিষ্যৎ নিয়ে ভাবার রসদ দেবে, কখনো জীবনের অর্থ বের করার জন্য ব্যাকুল হবেন। প্লিজ! আপনি শুধু হাসবেন। আর কিছুই করবেন না। জীবন অনেক সহজ। জীবনকে সহজ ভাবে নিন। মানুষকে সহজ ভাবে দেখুন। দেখবেন জীবন এবং মানুষ অনেক উপভোগ্য এবং সরস। জীবনের রস এবং মানুষের মনুষত্ব পরিপূর্ণভাবে আস্বাদন এবং উপভোগ করতে চাইলে ‘মানুষ দেখা’ আপনাকে পড়তেই হবে।