জগৎ সংসারে অর্থের উপরে বড় সম্পর্ক আর কিছু নেই। কেবল অর্থ আর অর্থই সকল সম্পর্কের ভিত্তি। বাঁশের সাঁকোর খুঁটি যেমন দুর্বল হলে নড়বড় করে,তেমনি সম্পর্কও নড়বড় করে অর্থের খুঁটি দুর্বল হলে। অর্থের ভিত্তি যখন শূন্য, সম্পর্ক তখন মূল্যহীন। অর্থের ভিত্তি যখন দুর্বল হতে শুরু করে তখন পরম নিকট সম্পর্কও দুর্বল হতে শুরু করে। আর বাসযােগ্য পৃথিবী হয়ে উঠে বাস্তবতায় ভরপুর। বকুল ফুলের কোমল সুগন্ধ হয়ে উঠে বিষাক্ত। হাসনাহেনার লুকোচুরি সুগন্ধ বিলায় ডাস্টবিনের তলায় জমানাে পঁচা খাবারের তীব্র দুর্গন্ধের মত। সেখানে বাস করা মশা মাছির ভনভন শব্দ কানে বাজতে থাকে অনর্গল।