দেখেছি সিঁথির সিঁদুর মুছে যেতে, ফোটার আগেই ঝরে যেতে কুঁড়ি, নাকছাবি খসা দেখেছি অনেক, ভেঙে যেতে টুংটাং বেলোয়ারি চুড়ি। মরণ দেখেছি অজস্র মৌমাছির মধু আহরণে ফুলের ফাগুনে, দেখেছি তামাম আকাশ ছারখার হতে খসে পড়া তারার আগুনে। দেখেছি বিরোধে অবরোধে রাহুগ্রস্ত মানবতাবোধের অকাল মরণ, দেখেছি ক্ষমতালীপসু চামারের গায়ে মূল্যবোধের ভুয়া আভরণ। দেখেছি বিশ্বাসী নদীর সুখে জল ঢেলে দিতে সবুজের সমারোহে, জল টলমল মেঘলা আকাশ অবনত হতে শ্যামল ধরণীর মোহে। হাত বাড়িয়ে ছুঁয়ে দেখার আকুলতা দেখেছি প্রেমিকের চোখের পাতে, অনেক বিহ্বল প্রেমিক দেখেছি বিচি হারিয়ে বাদামের খোসা হাতে। দেখেছি অনেক উড়ে যাওয়া চিলের ডানায় ডানায় রৌদ্রের ঘরবাড়ি, হাতছাড়া কাঁখের কলস দেখেছি অথৈ যমুনা একাই দিয়েছে পাড়ি। দেখেছি অনেক সুজন হারানোর দুঃখ-প্লাবনে ভেসে যেতে নোনাজল, দেখেছি অনেক মেঘের আড়ালে ঢাকা পড়া চাঁদের কথাহীন কোলাহল। নিজেকে দেখেছি নিজের ভিতর ভাঙনের খেলায় আবেগের অভিঘাতে, বুকের দরজা খোলা রেখে দেখেছি, কোন চোর আসে কিনা মাঝ রাতে। জল হারিয়ে মরে যেতে দেখেছি ধুধু বালুচরে খরস্রোতা অজস্র জানহবী, দেখা হয় নি শুধু ওড়নার আড়ালে লুকিয়ে থাকা একটি নিখিল পৃথিবী।