ডাক্তার জনসন মাত্র কয় আনা পয়সা নিয়ে লণ্ডনের মতো শহরে যেয়ে উপস্থিত হয়েছিলেন, অথচ তিনি কারো কাছে কোনো কালে হাত পাতেন নি। এক বন্ধু এক সময় এক জোড়া জুতো দিয়েছিলেন, অপমান করে তিনি জুতো পথে ফেলে দিয়েছিলেন। উদ্যম, পরিশ্রম ও চেষ্টার সামনে সব বাধাই জল হয়ে যায়। গুণ যার মধ্যে আছে, যে ব্যক্তি পরিশ্রমী, তার দুঃখ নাই। জনসনকে অনেক সময় রাত্রিতে না খেয়ে শুয়ে থাকতে হতো, তাতে তিনি কোনো দিন কষ্ট, ব্যথিত বা হতাশ হন নাই। বাধাকে চূর্ণ করে বীর পুরুষের মতো তিনি যে নীতি রেখে গিয়েছেন, তা অনেক পণ্ডিতেই পারবেন না। গুণ থাকলেও চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না। আরভিং সাহেব বলেছেন—চুপ করে বসে থাকলে কাজ হবে না। চেষ্টা কর—নাড়াচাড়া কর—এমন কি কিছু না'র ভিতরে কিছু ফলাতে পারবে। কুকুরের মতো চিৎকার কর—সিংহ হয়েও ঘুমিয়ে থাকলে কী লাভ? পরীক্ষায় অকৃতকার্য হয়েছ—তারপর মনে হচ্ছে তোমার মূল্য এক পয়সাও নয়। জিজ্ঞাসা করি—কেন? জান না, এ জগতে যারা নিতান্ত আনাড়ী তারা মাসে হাজার হাজার টাকা উপায় করছে?