মাতৃগর্ভে অপঘাতে মৃত সন্তানের আত্মা প্রেতা। বাবা-মায়ের মৃত্যুর পর তাদের শখের তৈরি বাড়ি মায়াপুরীর দেখাশোনার দায়িত্ব নিজের করে নিয়েছে। যেমন গত রাতে পুরীতে এক ডাকাত ইদু আসলাম এসে ঢুকেছিলো। ডাকাতকে ভয় দেখিয়ে তাড়াতে গিয়ে রাতে ঘুমাতে পারেনি। রাত পার হতেই বাড়ির বড় জামগাছটার মগডালে দু’পায়ের ভাঁজে ডাল আটকে মাথা নিচে দিয়ে ঘুমিয়ে পড়তে চেষ্টা করে। হঠাৎ একটা টিয়া এসে কিচিরমিচির শব্দ করতেই প্রেতার ঘুম ভেঙে যায়। টিয়াটাকে তাড়াতে গিয়ে হঠাৎ প্রেতার মা-বাবার কথা মনে পড়ে যায়। মায়ের পোষা টিয়াটা তার খুব পছন্দের ছিল। কিন্ত বাবার ভুল সিদ্ধান্তের কারণে টিয়াটাকে বাঁচাতে পারেনি। সে অনেক বছর আগের কথা, তখন প্রেতার বাবা রওনক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র। ডিপার্টমেন্টের শিক্ষা সফরে বের হয়ছিল রাঙামাটি ও বান্দরবান ঘুরতে। ওদের গাড়ি হোটেলের কাছে কুয়াশাঢাকা ভোরে ঢুকতেই রওনক প্রথম দেখতে পায়…