মানুষের বর্তমান জীবনের সাথে তার ফেলে আসা অতীতের ছায়াও সমান্তরাল ভাবে চলতে থাকে। অতীতের সুখের ছায়া যেমন মানুষের মনে সুখস্মৃতি তৈরী করে তেমনি কলুষিত অতীত মানুষের বর্তমানকে দুর্বিষাহ করে তোলে। আর যদি কারো অতীতের সাথে কোনো আত্মার সম্পর্ক থাকে যে নীল ছায়ার মত তাকে অনুসারন করে তবে তার বর্তমান কতটা ভয়াবহ রূপ নিতে পারে সেই কাহিনী-ই “নীল আত্মা” গল্পটিতে প্রকাশ পেয়েছে।