ভার্চুয়াল রিয়্যালিটির জগতে আগামীর বিশ্বকে এক নতুন মাত্রায় পৌঁছে দিতে টেক জায়ান্ট ফেসবুক তাদের কোম্পানির নাম পরিবর্তন করে নিলো মেটা তে। মেটাভার্স আধুনিক বিশ্বের ভার্চুয়াল জগতের সর্বোচ্চ পর্যায়ের এক সংমিশ্রণ বলা যেতে পারে। টেকনোলজিকে কাজে লাগিয়ে মেটাভার্সের মাধ্যমে পৃথিবীতে একত্রিত করার এক নতুন প্রচেষ্টা। এই নতুন প্রযুক্তির সাথে মানুষ কিভাবে নিজেদের মানিয়ে নিবে, কতটা গুরুত্বপূর্ণ হবে এটি, কতটা ভয়াবহ হবার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোকপাত করা হয়েছে বই টিতে। মেটাভার্স আধুনিক বিশ্বকে এক নতুন জগতে পৌঁছে দিবে যা নিয়ে উন্নত বিশ্বের তোড়জোড় শুরু হয়ে গেসে বহু আগেই। বই টিতে মেটাভার্স তথা ভার্চুয়াল রিয়্যালিটি যাত্রা নিয়ে বলা হয়েছে কিছু কথা।