রানারের অবদ্রুতি থেকে শুরু হয়েছিলো যুদ্ধটা। এরপর সেটা অণুমানবের সৌরবছর হয়ে এলো রাতের প্রহরী রাত নামার গল্পে। কোনো এক অজানা কারণে বিবেকের আদালতে রায় হলো মিশুকে পেটানো হবে। মার খেয়ে মিশু কোমায় চলে গেলো। সত্য উদঘাটনে বেরিয়ে পড়লো আসল কাহিনী। দেশের মাফিয়াকে একহাত নিয়েছে ডার্ক মাল্টিভার্সের সুপার লর্ড। জেদ চেপে গেলো মিশুর ছেলে নিশুর। গোপন সংঘ, দূর্ধর্ষ সংঘের প্রতিটা সদস্য সক্রিয় হলো দাঁতে দাঁত চেপে জবাব দেয়ার জন্য। ডিসট্রেস সিগন্যাল দিয়ে নিশু ফাঁদে ফেললো সুপার লর্ডকে। সৈন্য সামন্ত নিয়ে ধেয়ে আসার আগে শুরু হয়ে গেলো বালিঝড়। ওদিকে মিশু উঠে আসলো কোমা থেকে। অসীম শক্তির অধিকারী সুপার লর্ডকে কে হারাবে? পড়ুন টান টান উত্তেজনার বই রাতের প্রহরীঃ রাত নামার গল্প।