অভিমন্যু দাস এ উপন্যাসের প্রধান চরিত্র। ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত একটি কলেজের শিক্ষক অভি এ গ্রন্থে যেন মেলে ধরেন তার অতীত, তার বর্তমান। অতীত বর্তমানের সে-খেলার ভেতর দিয়ে ক্রমে উন্মোচিত হতে থাকে গ্রাম থেকে উঠে আসা মানুষটির শৈশব-কৈশোর। আর ‘হয়ে ওঠা’র সে বয়ানের ভেতর দিয়ে পাঠক যেন আবিষ্কার করে চলেন নিজেকে, নিজের প্রতিবেশকে- যে প্রতিবেশের পরতে পরতে লুকিয়ে আছে শাশ্বত বাংলার চিত্র। যে চিত্রের ভেতর দিয়ে খুঁজে পাওয়া সম্ভব ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে যে দেশটি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু-হত্যার পর থেকে ক্রমেই নিমগ্ন হয়ে চলেছে অসহিষ্ণুতার গভীর অন্ধকারে। শিক্ষক-শিক্ষার্থীর সংশ্লেষকে আশ্রয় করে রচিত ‘অন্তর্বাহ’ নামের এ গ্রন্থটিতে সাত বছর বয়সের শিশু অভির স্মৃতিতে মুক্তিযুদ্ধও যেন মূর্ত হয়ে উঠতে চায়।