‘নারীকুল বিরহে ব্যাকুল’ নিছক চটুল স্বাদের রসরচনা। সুগভীর তত্ত্বকথা বলার কোনোরকম প্রয়াস এখানে নেই। বলাবাহুল্য, আমাদের জীবনে কিঞ্চিত বারিসিঞ্চনের উদ্দেশে নারীদের নিয়ে (পক্ষে নয়) কলম ধরা। রম্যতা এখানে আছে, আছে রমণীয়তাও। তবে কাহিনীর গূঢ়ার্থ খুঁজলে ব্যাপক পস্তাতে হবে। হরপ্রসাদবাবু কিংবা তারাপদবাবুর থেকে এটুকু শিখেছি যে, সাহিত্যে রস সৃষ্টির জন্য যতটা না মালমশলা দরকার, তারচে বেশি চাই জীবনের প্রতি ইতবাচক মনোভাব। একটাই জীবন-কী হবে ছাই অতশত ভেবে! তারচে বরং আসুন না আমাদের প্রিয় নারীকুল কীসের অভাবে এমন ব্যাকুল হয়ে পড়েছেন, তাই অন্তত একটু খুঁজে দেখি।