ডিজিটাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইনে অর্থ উপার্জনের সম্পর্কে ধারনা থাকা। কোটি কোটি বেকারের জন্য অন্যতম আয়ের উৎস হচ্ছে অনলাইন। সঠিক নলেজ এবং গাইডলাইন ফলো করলে সহজেই ঘুচানো যাবে বেকারত্বের মত অভিশাপ। অনলাইন থেকে অর্থ উপার্জনের অন্যতম সোর্স হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে পজেটিভভাবে ব্যবহার করা শিখে সহজেই আয় করা সম্ভব। এজন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং কোথা থেকে কিভাবে শুরু করে করলে উপার্জন করা সম্ভব তা নিয়েই বইটিতে আলোচনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অায় করার কৌশল নিয়ে গাইডলাইন রয়েছে বইটিতে যা একজন বেকারের এবং ফ্রেশারদের জব মার্কেটে এগিয়ে যেতে সাহায্য করবে বলে অাশা করি। সর্বোপরি বইটির উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়ার পজেটিভ ব্যবহার জেনে কিভাবে অায় করা করা সম্ভব তা জানানো ক্ষুদ্র প্রচেষ্টা।
Helpful ❤️❤️
Read all reviews on the Boitoi app