বাল্যকাল থেকেই প্রবল জ্ঞান পিপাসু ও অসাধারণ ধার্মিক ছিলেন। দশ বছর বয়স পর্যন্ত তিনি বাবার নিকট ইংরেজি, বাংলা, আরবি, ফারসিসহ অনেক ভাষায় শিক্ষা গ্রহণ করেন। তৎকালে দ্বীন ও দুনিয়ার এলেম শিক্ষার প্রধান কেন্দ্র ছিল ভারতের মিরাট। এই বালক বাবার কাছ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেই মিরাটে যাবার বাসনা জানালেন। পরে জ্ঞান অর্জনের জন্য মিরাট গমন করেন। তৎকালে যানবাহনের সুবিধা অপ্রতুল থাকাতে তিনি প্রথমে অনেক কষ্টে পায়ে হেঁটে কলকাতা যান। পরে তিনি মিরাট পৌঁছেন। সেই সময়ে উচ্চ শিক্ষায় ভর্তি হবার জন্য শিক্ষালয়ে ছাত্রদের বংশ তালিকা দেখাতে হতো। তিনি তার বংশ তালিকা সঙ্গে করে নিয়ে যাননি বলে আবার দেশে ফিরে এসে পিতার কাছ থেকে প্রমাণ্য বংশতালিকা নিয়ে আবার মিরাট গিয়ে বংশপরিচয় দেখান। এই বংশপরিচয় দেখিয়ে সেখানকার সবচেয়ে বিখ্যাত মাদরাসায় ভর্তি হন।