আমার বন্ধু হয়েছে পথ তুমি ছবিহীন ফ্রেম, পুরনো মনের রং ওঠা দেয়ালে মাকড়সার বোনা জাল ছিঁড়ে পথের রেখা টানো প্রলম্বিত সেই কোন বিবর্ণ পেছনে নিয়ে বারবার ফিরিয়ে আনো রহস্য ঘেরা বৃত্তের চন্দ্রবিন্দু তুমি, আড়াল করে নিজেকে অভিমানের ধুলোয় আমাকে বলো প্রেমের ছবি আঁকতে। ছবিহীন ফ্রেমের মতো পথ তুমি পথের বন্ধু হয়ে থাকো; প্রেম চেয়ো না।