মধুর সুখ পাখি হৃদয় জুড়ে রাখি কোথায় গেলে পাব তারে কেমনে তারে ডাকি? ডাকব না আর বয়ে গেছে ভারি বুকের ভিতর কষ্টগুলো বাড়ে সারি সারি। সুখ পাখিরে কোথায় তুমি কেমনে গেলা ছাড়ি? মুঠো ভরে নিয়ে গেলে মনটা বুঝি কাড়ি কষ্টগুলো কষ্ট হয়ে খাচ্ছে কেবল কষ্ট বুঝে গেছি সময়গুলো এখন আমার বড়ো বেশি নষ্ট। সুখ পাখিরে ফিরে এসো উঠো এবার ডাকি, এখনো আমি যতন করে তোমায় পুষে রাখি দুধ কলা দেব, আদর দেব নেব তোমায় কোলে ফিরে এসো নইলে কিন্তু কানটি দেব মলে।