তোমার প্রেম তপোবনে আমি বনোয়ারী, খুঁজি আশ্রম; তোমার বুনো হৃদয়ের আদিম উষ্ণতায় বিগলিত হব আমি সফেদ সমুদ্র। কতকাল আর চষে বেড়াব বৃন্দাবনে, একাকী- অভয়াণ্যের নিরন্ত আঁধার ভেঙে তুমি এসো ব্রজেশ্বরী- জ্যোৎস্নার উজ্জ্বলতা গায়ে মেখে সুডৌল যুগল নিয়ে দাঁড়াও তুমি নিঃশ্বাসের কাছাকাছি অতঃপর-