আমাদের সেই ছোট ছোট টেলিপ্যাথি দু'জন দু'জনের ব্যথাতে সমব্যথী আমাদের সেই ছোট ছোট খুনসুটি দু'জন দু'জনের হাসিতে লুটোপুটি আমাদের সেই জীবনের গল্পরা আকাশে পাখা মেলে উড়ে সে কল্পরা দিন কাটে স্বপ্নে, রাত সে ঘুমহীন কথা বলে কবিতা, আমরা বাকহীন আমাদের সেই লুকোচুরি খোঁজ রাখা মায়ার আকাশে ঝাঁপটায় মন পাখা মন থেকে ডাকতেই এই যে তুমি এলে দেখি না তাতে কি মন ঠিক ছুঁয়ে গেলে