এখন কেবলই মনে ভয় হয়, শুধু শঙ্কা জাগে পাছে ভুল করে ফেলি, পাছে আরো মনে ব্যথা লাগে; তোমাকে ডাকি না তাই বৃষ্টিজলে স্তব্ধ হয়ে থাকি সমস্তই ভেসে গেছে, এইটুকু আছে শুধু বাকি; আজ তাই চেয়ে দেখি ভেতরে বাহিরে ছন্নছাড়া মীমাংসা হবে না কিছু বৃথাই হয়েছি দিশেহারা; কোনোখানে কুব বেশি সুখ নেই, তবু বেঁচে থাকা যে দূরে দিয়েছি ঠেলে তাকেই আবার কাছে ডাকা; সহস্র সহস্র ফুল ঝরে যায়, পড়ে থাকে ধুলো তবু বুকে তুলে নেই এই দুঃখ, এই ফুলগুলো।