ঘুম থেকে উঠেই অনিলকে পাবন দেখলো তাদের বাড়িতে। পাবন প্রশ্ন করে অনিলকে- : কিরে অনিল এতো ভোরবেলা আমাদের বাড়িতে? রাতের বেলা ঠিকমতো ঘুমিয়েছিলি তো? : নারে রাতে আমার ঠিকমতো ঘুম হয় নি। শিফা তো কোন উত্তর দিলো না। : এতো অধৈর্য হচ্ছিস কেন? ও ঠিকই উত্তর দেবে। : আমার মনে হয় না। : দেয়ার সময় কি চলে গেছে? : তা যায় নি। : দেখ সামনে ও কী করে। : কী আর করা অপেক্ষা ছাড়া। কলেজে ভর্তির ফরম তো ছাড়ছে। কোন কলেজে ভর্তি হবি কিছু ভাবছিস। : দেখি শিফা কোন কলেজে ভর্তি হতে চায়। : চল ওর বাড়ি যাই। : এত ভোরবেলা! ওকি এতো ভোর বেলা ঘুম থেকে উঠেছে? : হ্যাঁ ও উঠেছে। ওর দাদা ফজরের নামাজ পড়ার পর ওকে নিয়ে ওদের বাগানে গাছে পানি দেয়। তুই তো জানিস ওর ফুলের গাছে খুব নেশা। : তাহলে চল, যাই।