অচিন দেশের অচিন মানুষ। তবুও মনে হলো সুরটা চেনা। দুই পাশের সবুজ গাছপালা মাঠ, ছোট খাল, খালের উপর পুল, পেছনে ফেলে দৌড়োনো দেখতে দেখতে কখন যেন ঘুমের তলদেশে হারালাম। গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। গা ছুঁয়ে কে যেন নাড়া দিলো। জেগে দেখি ঘেষে বসে আছে একটি মেয়ে। তার নাড়াতেই ঘুম ভাঙে। বলল, 'সরি, আপনার সুঃখের ঘুম নষ্ট করলাম না তো?' আমি কি জানি, সে ঘুম ভাঙালো কি না? তবুও বললাম, 'না, না! ঠিক আছে। তাকালাম তার দিকে। ভাবলাম এই জগৎ সংসারে এত সুন্দর কোন মেয়ে আছে। নাকি ভুল দেখছি। আমি একটু চোখ কচলে নেই। হ্যাঁ, সত্যি! আমার কাছেই তো। স্বপ্ন না। বাস্তব পালিয়ে যাচ্ছে না সে মুগ্ধ নয়নে আবার তাকালাম। ভাবলাম পরম করুনাময় এতো সুন্দর করে মানুষ তৈরি করেন। আগে কতো দেখেছি, কিন্তু এমনভাবে চোখ আটকেনি কখনো।