মুমিন একটি আরবি শব্দ, যা মূলত আরবি ঈমান শব্দটি থেকে এসেছে।এর শাব্দিক অর্থ "বিশ্বাসী" এবং এর দ্বারা একজন কঠোরভাবে অনুগত মুসলিমকে বুঝায়, যে অত্যন্ত দৃঢ়ভাবে ইসলামকে নিজের অভ্যন্তরের এবং বাহিরের সকল কর্মকান্ডে ধারণ করে এবং আল্লাহ তাআলার ইচ্ছার কাছে নিজেকে পূর্ণরুপে সমর্পণ করে| আমরা অনেকেই ইসলাম সম্পর্কে কিছু জানিনা,এই বইটা আমাদের জন্যই লেখা । বিশেষ করে আমি এই বই টি নিজের জন্য লেখেছি। এক জন মুমিন হতে গেলে ইসলাম সম্পর্কে জানতেই হবে। তাই এই বই তে ইসলামের কিছু সাধারণ বিষয় এখানে উল্লেখ্য করার চেষ্টা করেছি। আশা করছি আপনি কিছু হলেও উপকৃত হবেন। আর একটি বিষয় আপনাদের সঙ্গে পরিস্কার হওয়া উচিৎ বলে মনে করছি। আমি কোন ইসলামীক বিষয়ে অধ্যয়ন করি নি। আমি কোন হাফিজ, হুজুর, মুফতি, মৌলানা না। আমি সাধারন লাইনের একজন ছাত্র। আমি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রী লাভ করেছি। বর্তমান University of Science & Technology, Meghalaya থেকে Master of Science( botany) নিয়ে অধ্যয়নশীল আছি। তাই এই বই তে আমি কোন ধরনের ফতুয়া দেইনি এবং ফতুয়া দেওয়ার চেষ্টাও করি নি। কারণ আমি মনে করি ফতুয়া দেওয়ার ন্যূনতম যোগ্যতাও আমার নেই। এই বই তে আমি সব সময় রেফারেন্স দেয়ার চেষ্টা করেছি। তার পরও ভুল হয়ে যেতে পারে। কারণ মানুষ মাত্রই ভুল। তাই যদি কোন ভুল দেখতে পান অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন । এই আশা নিয়েই শুরু করেছি সাধারণ মুমিনের যাত্রা।