মানুষের জীবন ক্ষণস্থায়ী, কখন কি ঘটে তা কেউ জানে না। মানুষ একটু সুখের জন্য জীবনে কত কিছুই না করে। গল্পটিতে মূলত জীবনের প্রকৃত সুখ করতে যে কতটা ত্যাগ স্বীকার করতে হয় তা ফুটে উঠেছে।
"এই গল্পটা আরো একবার পড়বো। শান্তির ঘুম সবার আসে না। সুখ একটা রহমত। আমাদের সমাজে হাজারো বাস্তব দৃশ্য চোখের তুলে ধরেছেন। লেখিকাকে ধন্যবাদ। পরবর্তী গল্পে আবারো অবাক হতে চাই।"
দারুণ অভিজ্ঞতা আপুনি😍
Read all reviews on the Boitoi app
গল্পটি খুবই ভালো লেগেছে। বাস্তব জীবনের গল্প। লেখকের জন্য শুভকামনা রইল।
চমৎকার একটি বই। চারপাশের দেখা-অদেখা দাম্পত্য জীবনের গল্পকথা। খুব ভালো লাগলো।
খুব সুন্দর। লেখিকা প্রতিটি চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পের সাথে নামের যথার্থ সার্থকতা। লেখিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সুখি হতে অনেক কিছুর প্রয়োজন হয় না। ভালোবাসা থাকলে অল্পতেও সুখী হওয়া যায়।
Peace does not depend on property. It is totally different thing. Carry on.
বইটি পড়ে অনেক ভালো লেগেছে।বইটি পড়ে বুঝতে পারলাম যে প্রচুর অর্থ বিওের মধ্যে সুখ নেই।সুখ হচ্ছে স্বামী এবং স্ত্রীর আন্তরিকতার মধ্যে। ছোট্ট একটা চিলেকোঠায় থেকেও সুখে-শান্তিতে বসবাস করা যায়। স্ত্রীকে খুশি করতে দামি উপহারের দরকার নেই, প্রতিদিন বাড়িতে ফেরার সময় একটি গোলাপ এনে দিলেও স্ত্রী হাজারগুন খুশি হয়।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা 🥰
গল্পটা খুবই ভালো ছিলো। একদম মন ভরে গেলো। আবারও পড়বো বইটা।
Oshadharon golpo likhechen.