নিতুর কাছে ভালােবাসা বলতে খুব সাধারণ কিছু বােঝায়। তার ধারণা, ভালাে তাে সবাই সবাইকে বাসে। সবুজ নিতুকে ভালােবাসে। কিন্তু নিতু যাচাই করে নিতে চায়। সেই ভালােবাসা খুব। সাধারণ কিছু, নাকি সবুজের অস্তিত্বের পুরােটা জুড়েই নিতুর বসবাস। সবুজ সত্যিই নিতুকে। ভালােবেসে বিয়ে করতে এসেছে, নাকি নেহায়েত কোনাে মােহ- এই বােধ থেকে নিতু বিয়ের দিন বিয়ের আসরে না বসে নিজেকে লুকিয়ে রেখেছিল। দেখতে চেয়েছিল সবুজ কি নিতুকেই বিয়ে করতে এসেছে, নাকি যে কোনাে একটি মেয়ে হলেই চলবে। কিন্তু, না। সবুজ নিতুকেই ভালােবাসে। যখন নিতু বুঝতে পারল, তখন অনেকটা দেরি হয়ে গেছে। তবুও সব উপেক্ষা করে নিতু ফিরে এলাে সবুজের কাছে। কিন্তু সবুজ কি নিতুকে গ্রহণ করেছে? উত্তর জানা যাবে উপন্যাসটি পড়ে...