আমি মেয়েটার অদ্ভুত ধরনের কথা শুনে অবাক হলাম। পাগল টাগল নয়তো? না,এত রুপবতী একটা মেয়ে পাগল হতে যাবে কেন। নিশ্চয়ই মেয়েটির দেখার ভুল। আমার চেহারার সাথে তার বাবুল নামের লোকটার চেহারার মিল আছে হয়তো। তাই ভুল করে আমাকেই বাবুল ভাবছে। মানুষের চেহারার সাথে চেহারার মিল থাকতেই পারে।