সায়েম কেয়ার দিকে তাকিয়ে দেখলো কেয়া কি যেন একটা বুঝতে পারলো। ঘটনা যেটাই হোক কেয়াকে এখন ভীষণ দিশেহারা দেখাচ্ছে । কেয়া একবার সায়েমের দিকে তাকাচ্ছে , একবার প্রিয়ার দিকে তাকাচ্ছে। কেয়া সায়েমের কাছ থেকে বিদায় নেবে কি নেবে না, বুঝতে পারছে না। কেয়া প্রিয়ার দিকে তাকিয়ে চিন্তিত মুখে বলল, চল, চল। কেয়া অনেকটা দৌঁড় দেবার মত করে হেঁটে ছাদের গেট পর্যন্ত গেল। খুব সামান্য একটা সময় থমকে দাঁড়িয়ে সায়েমের দিকে একবার তাকালো। সায়েম বিস্মিত চোখে কেয়ার দিকে তাকিয়ে আছে। তার মুখ থেকে কোনো প্রকার শব্দ বেরহচ্ছে না। সায়েম এই মূহুর্তে চেষ্টা করলেও কোনো শব্দ বের করতে পারবে না এমন একটা অবস্থা। কেয়া সায়েমের দিকে তাকাতে না তাকাতেই মুখ ঘুরিয়ে ছাদ থেকে নেমে গেলো।