একজন নারী উদ্যোক্তার গল্প" তরুনী উদ্যোক্তার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে লেখা। ছাত্র জীবনে উদ্যোক্তা হওয়ার চেষ্টা শুরু করে নানা চড়াই উৎরাই পেরোনো একজন নারীর জীবনে ঘটে যাওয়া ঘটনাই লেখনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। সময়, পরিবেশ,বিনিয়োগ, সহযোগিতা, সহমর্মিতা ঠিক কতখানি দরকার একজন নারী উদ্যোক্তা হওয়ার জন্য তা খুঁজে পাবে পাঠক বইটিতে। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা সহজ হলেও বাস্তব কতোটা কঠিন, কতোটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে একজন নারীকে তার বাস্তব বর্ণনাই পাওয়া যাবে বইটিতে। লেখনীর মাঝে হয়তো অনেক কিছু প্রকাশ পেয়েছে কিছু পায়নি। তবে বইটির সার্থকতা তখনই প্রকাশ পাবে যখন এটি পড়ে কেউ নতুন উদ্যোগ নিয়ে কাজ করা শুরু করবে। জীবনে ঘটে যাওয়া ঘটনার কল্পিত লেখনী "একজন নারী উদ্যোক্তার গল্প" বইটি। সকলের শুভকামনা এবং দোয়া প্রার্থনা করছি এবং বইটি আমার সব শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীতা করা মানুষদের উৎসর্গ করা হলো।
বইটি খুবই বাস্তব জীবনের সাথে মিলে যায় এমনই একটা গল্প। পড়েছি অামি। ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app