গত রাতে আমি লিখায় একটা বিরতি নিয়েছিলাম এবং টিভিতে আলেকজান্ডার গ্রাহাম বেল নামক এক তরুণ ব্যক্তির জীবনের ওপর নির্মিত একটি অনুষ্ঠান দেখেছিলাম। বেল তাঁর টেলিফোনের পেটেন্ট নিয়ে বেশ ঝামেলায় পড়েছিলেন, কারণ তাঁর নতুন এই আবিষ্কারের বিশাল চাহিদা ছিল। তিনি বড় একটি কোম্পানি চাইছিলেন। তিনি তখনকার সবচেয়ে বড় কোম্পানি ওয়েস্টার্ন ইউনিয়নে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে, তারা তাঁর পেটেন্ট ও তাঁর ছোট কম্পানিটি কিনবেন কিনা। তিনি সম্পূর্ণ প্যাকেজটার জন্য ১০,০০,০০০ ডলার চেয়েছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট তাকে অবজ্ঞা করে বলেছিলেন যে, মূল্যটা হাস্যকর, এবং তাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপরের বাকিটা ইতিহাস। একটি মাল্টিবিলিয়ন ডলারের শ্রমশিল্পের উদয় হলো। এটিএন্ডটি এর জন্ম হলো। আলেকজান্ডার গ্রাহাম বেলের গল্পটা শেষ হওয়ার পরপরই সেদিনের সন্ধ্যাকালীন খবর শুরু হয়েছিল। খবরে একটি লোকাল কোম্পানিতে আরেকবার ছাটাই করা হচ্ছে বলে দেখানো হয়েছিল। এতে কর্মীরা রাগান্বিত এবং অভিযোগ করছে যে, এই কোম্পানির মালিক অসাধু। পঁয়তাল্লিশ বছর বয়স্ক চাকুরিচ্যুত একজন ম্যানেজার তার স্ত্রী ও দুই শিশুসন্তানসহ কারখানায় উপস্থিত হয়েছিলেন এবং রক্ষীদের কাছে অনুরোধ করেছিলেন যেন তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। তিনি মালিকের সাথে কথা বলে অনুরোধ করতে চাইছিলেন যেন তাকে চাকরিচ্যুত করা না হয়। তিনি সবে মাত্র একটা বাড়ি কিনেছেন, এবং তার ভয় হচ্ছে পাছে তাকে বাড়ি হারাতে হয়। তার এই সনির্বন্ধ কাকুতিমিনতি সারা পৃথিবীকে দেখানোর জন্য ক্যামারা তার দিকে তাক করা ছিল।