দুই মেরুর দুই বাসিন্দা। ভিন্ন সংস্কৃতিতে, ভিন্ন পরিবেশে জন্ম আর বেড়ে উঠা তাদের। মুখের ভাষা থেকে শুরু করে মন-মানসিকতা সবকিছুতেই ফারাক। যোগাযোগের কোনো সুত্রই নেই। তবু কী এক জাদুবলে নিজেদের খুঁজে নিল দুটি আত্মা। ভালোবাসার উপাখ্যান রচনা করল দুটি হৃদয়। ছোট ছোট অসংখ্য স্বপ্নের জাল বুনল। অনেক ইচ্ছে আর শখ জন্ম নিল। কিন্তু পূরণ হলো না কোনোটাই। ভালোবাসার নির্মম পরিণতিতে পরিবার আর সমাজের হস্তক্ষেপে একের পর এক ঝড়-তুফানের তোড়ে হারিয়ে ফেলল নিজেদের। অতীত ভুলে নিজ নিজ জীবনে থিতু হলো তারা। নিজের মতো করে বাঁচতে শুরু করলো নতুন জীবনে। কিন্তু ক্ষত রয়ে গেল মনের গোপন কুঠুরিতে। এক এক করে পেরিয়ে গেল অনেকগুলো বছর। ততদিনে দুজনই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। পারিবারিক আর সামাজিক দায়িত্বাবলীর মাঝে আবদ্ধ। একদিন নিয়তি ওদের দুজনকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি। তারপর?
সম্পুর্ন টা পড়ার লোভ সামলাতে পারিনি আপু,আমার এখানে সর্ব প্রথম বই এইটাই যা আমি কিনে পড়তে শুরু করলাম, এর আগে ফেসবুকেই পড়া টুকটাক। গল্পটা এতো ভালো লেগেছে যে ১১২ এর পর আর না পরে থাকা সম্ভব হলো না।
Read all reviews on the Boitoi app
চমৎকার একটা গল্প, মন ছুঁয়ে যায়
ভালো লেগেছে অনেক, মুশফিক মোহি ওদের দুজনকেই ভালো লেগেছে। অপ্রাপ্তবয়সের একটা ভুলের সাজা পেল একটা গোটা পরিবার সাথে দুটো নিস্পাপ শিশু। শেষ টা চমৎকার তবে কানিজের পরিনতি টা অসমাপ্তই রয়ে গেলো।।
খুবই ভালো লেগেছে পড়তে বইটি।
অসাধারণ সুন্দর ও মিষ্টি একটি প্রেমের গল্প..আমার খুবই ভালো লেগেছে