চাঁদের বুড়িটা চাঁদ থেকে পড়ে গেছে আনজুমদের উঠোনে। বেচারী কাঁদছে ব্যথায়। আনজুমের খুব মায়া লাগলো। প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক আবার পৌছে দিবে তাকে চাঁদের দেশে। সাহায্য করলো তাদের ছোট্ট টুনটুনি আর জ্বিন সালাদিন। কিন্তু কে জানতো পঙ্খীরাজ ঘোড়া খুঁজতে গিয়ে ব্যাসিলিস্ক আর তুষার ডাইনীর পাল্লায় পড়তে হবে? কে জানতো গ্রিফিনের থাবা খেতে হবে? কিংবা পালাতে হবে ইউনিকর্নে চড়ে?
অসাধারণ একটা বই! শিশুতোষ বই হলেও আমিও অনেক উপভোগ করেছি 🙏
Read all reviews on the Boitoi app
চমৎকার বই আপু। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে।
অনেক ভালো লেগেছে আপু
Excellent storyline!!
অনেক সুন্দর গল্প মন্ত্রমুগ্ধের মত শেষ করলাম। চোখের সামনে রুপকথার সব প্রিয় চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠল যেন। লেখিকার জন্য অনেক শুভকামনা।
অসাধারণ লেখনি
অসাধারন বই আপু।😀 অনেক অভিনন্দন।
আপু,বইটা তো দুর্দান্ত।আমার খুবই পছন্দ হইসে।
apu khub e shundor boi .Amar bachcha khub e pochondo koreche. Onek beshi Bhalo lagse.
আমার বাচ্চারা অসম্ভব পছন্দ করসে আপু। খুবই সুন্দর আর সাবলীল লেখা। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি বই লেখার জন্য। আর আনজুম আপুকেও শুভেচ্ছা।