আকাশের দিকে তাকিয়ে আছে সৈয়দা। যেন চোখ দিয়ে মেঘেদের কথা শুনছে। মেঘেদের সাথে উড়ে যাবে দূরে। তার চাই মুক্ত জীবন। মেঘের ওপাশে কী আছে খুবই দেখতে ইচ্ছে করে। আজ সকাল থেকেই দলবেঁধে চলছে মেঘেদের ছোটাছুটি। সন্ধ্যার রঙে সেঁজেছে সকালটা। মেঘের কাদামাটিতে হেঁটে বেড়াতে ইচ্ছে করে সৈয়দার। এখন বৃষ্টি হলেই ভিজবে সে। ধীরে ধীরে হেঁটে জামরুল গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে সৈয়দা। আনমনে নজরুল দাঁড়িয়ে আছে উঠোনের ওপাশের আমলকি গাছের নিচে। মেঘ দেখলেই বুকের ভেতরে অদ্ভুত আকুলিবিকুলি শুরু হয় কবির।