মনে করুন, আপনি রুকুতে গিয়ে সূরা ফাতিহা পড়া শুরু করলেন, সিজদায় গিয়ে রুকুর তাসবিহ পড়লেন, অথবা সূরা ফাতিহার বদলে তাশাহুদ পড়তে শুরু করলেন। রুকু দুইটা দিলেন, নাহয় দিলেনই না। রুকু না দিয়ে সিজদা করে ফেললেন। সিজদা দিলেন তিনটা, নাহয় একটা। দুই রাকাতের মাঝে না বসে দাঁড়িয়ে গেলেন, চার রাকাত শেষে সালাম না ফিরিয়ে পঞ্চম রাকাতে দাঁড়ালেন। এই যে একটা গণ্ডগোল লেগে গেল, এখন করণীয় কী? কোথায় সাহু সিজদা দিতে হবে, কোথায় এর প্রয়োজন নেই, সাহু সিজদা দিতেও ভুলে গেলে করণীয় কী? সাহু সিজদা দিয়েছি কি না ভুলে গেলে কী করব? এই বইটি ঠিক এ ধরনের সমস্যার সমাধান নিয়েই সাজানো হয়েছে। নামাজের নানা রকমের ভুলত্রুটি সম্পর্কে সতর্ক হতে এই বইটা অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ।
মা শা আল্লাহ।
Read all reviews on the Boitoi app
আল্লাহ তা'য়ালা লেখককে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় কল্যাণ দান করুন। আমীন।
খুবই গুরুত্বপূর্ণ বই।জাজাকাল্লাহু খাইরান🫶
অসাধারণ এক সংকলন