কোনো বই নিজের করে নিতে হলে প্রথমে আমরা কী দেখি? উত্তরে বলতে হয় : বইয়ের নাম, প্রচ্ছদকর্ম, বিষয় এবং মুদ্রণ সৌকর্য। হ্যাঁ, লেখক তো প্রত্যক্ষ-পরোক্ষভাবে পাঠক-ক্রেতার মনকে দখল করে থাকবেনই। যদিও সেটা নির্ভর করে লেখকের মনন, মেধা, নিজস্বতা এবং জনপ্রিয়তার পরিধির ওপর। আলোচ্য কাব্যগ্রন্থ ‘কে তুমি তন্দ্রাহরণী’র কবি বদিউল আলম কাব্যপ্রিয় বিদগ্ধজনের কাছে কোনো সচরাচর নাম নয়- তবে তার কাব্যগ্রন্থে আশ্রিত কবিতাগুলো স্বাভাবিক বিশিষ্টতার দাবি রাখে। কাব্যগ্রন্থ ‘কে তুমি তন্দ্রাহরণী’র প্রকাশকাল অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। গ্রন্থে সন্নিবেশিত ৪১টি কবিতায় কবি স্মরণ করেছেন তার তন্দ্রাহারা প্রেমময় জীবনের স্মৃতিকাতরতাকে কবির স্মৃতিপটের প্রিয় মুখগুলো তার বিদ্যালয় ক্যাম্পাসেরই। তন্দ্রাহারা কাব্যচর্চায় তিনি খোঁজেন হারানো প্রেমকে।