জীবনঘনিষ্ঠ সাংবাদিকতার গভীরতায় পৌঁছে পেশাকে অনুধাবন করেছেন। প্রচুর আর্টিকেল ও কবিতা লিখলেও সেগুলো রয়ে গেছে ছড়ানো ছিটানো। এ পাণ্ডুলিপি ২০০৫-এ লেখা। কিন্তু প্রকাশের সময় পাননি। ২০২২ এ এসে বাবুই থেকে প্রকাশিত হয়েছে লেখক মো. সফিউল আলম এর সাংবাদিকতা ও চীন ভ্রমণ। লেখকের দারুন কিছু অভিজ্ঞতা উঠে এসেছে এই বইতে।