নিজের ভেতরের শান্ত স্বরূপ, স্থিতি ধরে রাখা এবং বিকশিত করা এবং অন্যকে সেই শান্তি দিয়ে প্রভাবিত করার প্রাকৃতিক উপায় নিয়ে বাংলা ভাষায় লেখা প্রথম বই ‘আনলক ইয়োর ইনার মিলিয়নিয়ার’। এ বইটি যে কোন পাঠকের মনকে সহজে ট্রেইনআপ করতে পারে; কীভাবে 24X7 শান্তিতে থাকবেন এবং নিজের প্রকৃত শক্তিকে আনলক করবেন। গবেষণা বলছে, বেশির ভাগ মানুষ জীবন সম্পর্কে অজ্ঞ, বর্তমান নিয়ে উদ্বিগ্ন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। বাংলাদেশের মতো গরিব দেশে এই ধরনের মানুষের সংখ্যা আরো বেশি। এ বইটি আপনার জন্য মেন্টর বা গাইডের মতো প্রোডাক্টিভিটি বৃদ্ধি, শান্তি ও সাফল্যের পথ দেখাবে। আধ্যাত্মিক কৌশলগুলো ব্যবহার করে আপনি নিজের বর্তমানকে যে কোন মাত্রায় রূপান্তর করতে পারবেন। সব শেষে নিজের ভেতরের প্রকৃত শক্তিকে আনলক করার জন্য পাবেন ‘আনলক ইয়োগা মেডিটেশন।’ এই বইয়ে দেওয়া প্রতিটি ব্যবহারিক কৌশল হাজার বছর ধরে পরীক্ষিত ও প্রমাণিত, উচ্চ মানসম্মত কিন্তু সহজ, প্রাসঙ্গিক ও কার্যকর। যা প্রতিদিন চর্চা করলে আপনার জীবনের সার্বিক মান উন্নয়ন ঘটবে।‘আনলক ইয়োর ইনার মিলিয়নিয়ার’ এটি একটি আট ঘণ্টার ট্রেনিং সেশন। এ কৌশলগুলো আমার সহ আরো ২৬ হাজার শিক্ষার্থী, কর্মজীবী, গৃহীনির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছে। আশা করি এই কৌশলগুলো আপনার জন্যও কাজ করবে।