পাশ্চাত্য শিক্ষাকে ভারতবর্ষে আমদানি করার উদ্দেশ্যই ছিল পাশ্চাত্য-দর্শনগুলোকে নেটিভদের মন-মগজে গেঁথে দেওয়া। ইউরোপের একান্ত নিজস্ব অভিজ্ঞতা থেকে ইউরোপ যে শিক্ষা নিয়েছে, সেটাই সারা দুনিয়ার ওপর সত্য হিসেবে চাপিয়ে দিয়েছে। যদিও বাকি দুনিয়ার পটভূমি এক্কেবারে আলাদা ছিল ইউরোপের চেয়ে। সুতরাং শিক্ষা বলতে আমরা ইউরোপীয় শিক্ষাকে বুঝি। ইউরোপীয় শিক্ষা ছাড়া বাকি যে-কোনো শিক্ষাকে মূর্খতা মনে করি। এবং দুর্ভাগ্যবশত, আমরা ৯৫% মানুষ এই প্রজেক্টের প্রোডাক্ট। কুরআন-হাদীস ও আলিমদের দাওয়াহ বিপরীত একটা জীবন-দর্শনের কথা বলে। এই বৈপরীত্যের দরুণ দ্বীনের কথা আমরা শুনি, কিন্তু আমাদের জীবন ও চিন্তার সাথে কোথায় কোন কথাটা বসবে, সেটা ঠিক ঠাহর করতে পারি না। কেউ একজন যদি ভেঙে ঘুরিয়ে বলে দেয়, তা হলে বুঝে আসে। এই কাজটাই করেছেন তোয়াহা ভাই। আটপৌরে যে অনুভূতিগুলো মনে ভাসে, এই অনুভূতিগুলো কিন্তু চিরন্তন। ১৪০০ বছর ধরে অনুভূতিগুলো মানুষের একই। কুরআন-হাদীস ও আলিমদের দাওয়াহ কেবল শব্দবন্ধ নির্দেশ-বাক্য নয়, এর পেছনে একটা ভাব আছে, আবেগ আছে। যা প্রকাশ হতে চাচ্ছে, কিন্তু পারছে না ওই মনস্তাত্ত্বিক গ্যাপের কারণে। সেই ভাবটুকু তোয়াহা ভাই যেন পাশে বসিয়ে ধরিয়ে দিচ্ছেন।
বইয়ের নাম -উল্টো নির্ণয় লেখকের নাম- তোয়াহা আকবর রিভিউ-দিনশেষে আমরা আসলে ঐ সত্যটাকেই পছন্দ করি, যেটা আমাদেরকে আনন্দিত করে, স্বস্তি দেয়, কষ্ট দেয়না। কোনো সত্য যখনই চোখে আঙ্গুল দিয়ে আমাদের অন্ধকারকে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে আমরা দোষী, ভুল করে চলেছি, তখন আমরা সেই সত্যটাকে আর পছন্দ করি না। দূরে দূরে থাকতে চাই। যেনো দূরে থাকলেই সত্যটা পাল্টে যাবে। সম্ভবত এটাই সত্য যে সত্যকে হজম করবার মতো শক্তি আমাদের নেই।কিছু বই অন্তর ছুয়ে যায় বার বার পড়তে মন চায়।উল্টো নির্ণয় বইটি তে প্রথম এ নাস্তিকতা ভিত্তিক মতবাদ গুলো কে খুব ধোলাই করা হয়েছে তার পর আমাদের মুসলিমদের মাঝে থাকা ভূল গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে।বইটি যতবার পড়ি ততবারই নতুন কিছু না কিছু পাই! বইটি পড়লে আপনি আল্লাহ কে ভালোবাসতে শিখবেন।সেই সাথে নিজের মুনাফেকি আচরন ও কাজ গুলো বুঝতে পারবেন।বইটি আপনাকে আল্লাহর দেওয়া নিয়ামত গুলোকে যথাযথ ভাবে বুঝতে সহায়তা করবে।আপনি সলাত বুঝে পড়ার গুরুত্ব বুঝতে পারবেন।লেখকের জীবনের ঘটনা গুলো আপনাকে অনুপ্ররণা জোগাবে। বইটিতে কুরআনের কিছু সূরা ও হাদিসকে অসাধারন ভাবে তুলে ধরা হয়েছে যা অন্তর ছুঁয়ে যায়,বইটি পড়ে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ইসলামিক জ্ঞান কেনো প্রয়োজন??? এক কথায় বইটি পড়ে আপনি নিজেকে উল্টো ভাবো নির্ণয় করবেন আর আলো নিয়ে বেড়িয়ে পড়বেন, যে আলো থেকে হয়ত কিছু অধাঁরের আত্তা ফিরবে আলোতে এটাই লেখকের আশা। সকলকে বইটি পড়ার অনুরোধ রইল। বইটা সম্পর্কে আর কি বলবো ভাষা খুজে পাচ্ছি না। বইটার প্রতিটা লেখা, প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা লাইন আমাকে মুগ্ধ করেছে। লেখক যেনো লেখেননি বরং আমাকে ক্লাস নিচ্ছেন। হ্যা ক্লাস নিচ্ছেন। আর সেই ক্লাসে আমি একা। আমি একাই শুধু মুগ্ধ হয়ে, নির্বাক হয়ে তার লেকচার শুনছি। প্রতিটা বিষয়, প্রতিটা সুত্র, প্রতিটা লাইন, প্রতিটা শব্দ যেন আমাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। এই বইটা পড়ে আর কিছু না হোক, অন্ততপক্ষে কেউ নাস্তিক হতে পারবে না, নাস্তিক থাকতেও পারবেনা, যদি সে সত্যানুসন্ধানী হয়, নিরপেক্ষ ও সত্যিকারের মুক্তচিন্তক হয়। নাস্তিক, মুক্তমনা, সংশয়বাদী, ভিন্নদধর্মী যে কেউ বইটা পড়ার পর সে আর নিজের স্থানে স্থির থাকতে পারবেনা। সে নিজ থেকেই সত্যকে স্বীকার করে নেবে, অনুগত্য হয়ে পরবে। শুধু নাস্তিকই নয়, আমি একজন পাকাপোক্ত আস্তিক হয়েও প্রশ্নবিদ্ধ হয়েছি। নিজেকে ন্যায়বিচারের কাঠগড়ায় দাড়াতে হয়েছে।আমার পছন্দের ফাসক্লাস বা প্রথম সারির বইয়ের মধ্যে অন্যতম বই হিসেবে এই বইটাও যোগ হল। আল্লাহ'তালা লেখককে উত্তম প্রতিদান দান করুন। আমিন। বইটি প্রত্যেকের সংগ্রহে থাকাটা জরুরি মনে করি। আমার দেখা ই-বুকের মাঝে সব চাইতে ভালো একটা এপ্স হলো বইটই।বইটই এপ্সে পচুর ভালো ইসলামীক বইয়ের কালেকশন রয়েছে। বইটি পড়তে চাইলে https://link.boitoi.com.bd/MMXj লিংকে ডুকে পড়ে আসতে পারেন। বইটই ই-বুক মেলা ২০২৩" রিভিউ প্রতিযোগিতা। #BoitoiEbookMela2023
Read all reviews on the Boitoi app