স্পিডব্রেকারের কাজ কি মানুষকে গন্তব্যে পৌঁছতে বাধা দেয়া? কক্ষনো না। স্পিডব্রেকার তো মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার জন্য। বাধনহারা গতি যেন বিপদ ডেকে না আনে সে জন্য। সুস্থভাবে যেন স্বজনের কাছে সবাই ফিরতে পারে সে জন্য। ‘বিয়ের আগে’ বইটাও তেমনই এক স্পিডব্রেকার। এর উদ্দেশ্য কখনোই বিয়েকে বাধাগ্রস্ত করা, বিয়েকে নিরুৎসাহিত করা নয়। ‘বিয়ের আগে’ বইটির উদ্দেশ্য, বুঝেশুঝে বিয়েতে উৎসাহিত করা। পূর্বপ্রস্তুতি নিয়ে বিয়ে করতে বলা। সঠিকভাবে সঠিক মানুষকে বিয়ে করতে বলা। কারণ? কারণ, আমরা অসংখ্য অপরিণামদর্শী বিয়ে দেখেছি। কত দ্রুত ছিন্নভিন্ন হয়ে গেছে সেসব বাঁধন, যা সৃষ্টি হয়েছিল ফ্যান্টাসির ওপর ভর করে। আর তেমনটা না হোক। বিয়েকে কেউ খেলা না ভাবুক। তরুণ-তরুণীরা বিয়ের আগেই বিয়ের বাস্তবতাগুলো বুঝে নিক, প্রস্তুত হোক, বিয়ে করুক। অতঃপর সুখে-শান্তিতে দুনিয়া-আখিরাতে একত্রে বসবাস করুক। আল্লাহুম্মা আমীন।
Good
Read all reviews on the Boitoi app
Good
অসাধারণ একটি বই, বিয়ের আগে সবার এই পড়া উচিৎ এবং এভাবেই যথাযত প্রস্তুতি গ্রহন করা উচিৎ । ইন শাহ আল্লাহ, বইটি পরলে আপনি উপকৃত হবেন।
আমার কাছে যদি ক্ষমতা থাকতো বইটি সকল কওমি, আলিয়া মাদরাসা ও স্কুল-কলেজে পাঠ্যবই হিসাবে বাধ্যতামূলক করে দিতাম। সংক্ষিপ্ত পরিসরে এতো মূল্যবান সব শিক্ষা, নিশ্চিৎ এটি মহান রবের অনুগ্রহ আমাদের উপর। আল্লাহ্ সুবহানাহুওয়া তাআলা লেখক এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযায় খায়ের দান করুন। তাদের দুনিয়া ও আখেরাতে উচু মাকান দান করুন। আমিন।
বিয়ের আগে একবার হলেও পরে উচিৎ
অসাধারণ একটা বই। বিবাহ করতে ইচ্ছুক প্রত্যেকের এই বই টা পড়া উচিত। ফ্যান্টাসির জগৎ থেকে নেমে এসে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে এই বই। হতে শেখাবে এক দায়িত্বশীল মুমিন।
Alhamdulillah
অসাধারণ একটি বই। বিয়ের আগে একটা যুবকের অবশ্যই পড়া উচিত বিশেষ করে যারা বিয়ে নিয়ে ফ্যান্টাসিতে ভোগেন তাদের জন্য অবশ্য পাঠ্য। আল্লাহ তায়ালা লেখকদের জাজাকে খায়ের দান করুন আমিন।