প্রাকৃতিক ও সামাজিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সমাজ বিকশিত হয়েছে। সমাজ বিবর্তনের মধ্য দিয়ে সভ্যতা এগিয়েছে। আদিম যুগ থেকে শুরু করে বিবর্তনের বিভিন্ন পর্যায় লক্ষ করলে মানব সভ্যতার ক্রম অগ্রগতি দৃশ্যমান হয়। বিভিন্ন দার্শনিক, সমাজতাত্ত্বিক সমাজ বিবর্তনকে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছেন।