একটা সময় ছিলো যখন মানুষ 'ভূত' শব্দটি শুনলেই ভয় পেত । কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে 'ভূত' সম্পর্কে ভয়ের চেয়ে কৌতুহলই বেশি কাজ করে। কোন এক অজানা কারণে নর্থ আয়ারল্যান্ডের বেলফাস্ট সিটি হাসপাতালে মারা যায় নিমি ও নাবিল। নাবিল মৃত্যুর সময় যে কথাগুলো বলেছিলো তা বাংলাদেশে থেকে তিনবন্ধু একসাথে শুনতে পায়। কিন্তু এটা কি করে সম্ভব! এই ঘটনাটি তিনবন্ধুর মনে জন্ম দেয় অনেক প্রশ্নের। এই প্রশ্নের উত্তর খোঁজতে গিয়ে আরো কিছু অতিপ্রাকৃত বিষয় সামনে চলে আসে। এরকম আরো অনেক অনেক রহস্যময়তা ও নাটকীয়তার মধ্যে দিয়ে যেতে হয় তিন বন্ধুকে । তিন বন্ধু কি আদৌ উন্মোচন করতে পারবে এই গোলকধাঁধার রহস্য!