প্রেমিকার কথা মনে হতেই, প্রেমিক মন সংবেদনশীল হয়ে পড়ে। মন পারেনা ব্যর্থতাকে বরন করতে। তবুও প্রেম ব্যর্থ হয়, ব্যর্থ হতে হয়। আহির হঠাৎ তার বাঁ দিকে তাকিয়ে আশ্চর্য হয়। বিস্ময়ের চোখে চেয়ে দেখে টিপ টিপ পায়ে তার দিকে এগিয়ে আসছে ঈশানী। ঈশানীকে আসতে দেখে আহিরের মনের মধ্যে বাসন্তি হাওয়া প্রবাহিত হতে থাকে। মনের যত হতাশা জমা হয়েছিল তা মুহুর্তেই উধাও হয়ে যায়। ঈশানী আহিরের কাছে এসেই বলে, আমাকে কেন, ডেকেছেন, কি বলবেন বলেন? আহির আবেগ ভরা দৃষ্টিতে ঈশানীকে দেখে নেয়। ঈশানী ভাবান্তরহীন। তার চোখে মুখে ভয় খেলা করছে। ঈশানী জোরে জোরে নিঃশ্বাস নিচেছ। মনে ভয় ও শঙ্কা দুই বিদ্যমান। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ঈশানী আহিরকে বলে, কি বলবেন, বলেন?