টিস্যু পেপার চেনে না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। শহর-গ্রাম, হাট-বাজার, অফিস-আদালত-সর্বত্র ব্যবহৃত এই টিস্যু পেপার। হাত মুছতে, মুখ মুছতে খাবারের পূর্বে-পরে সব সময় এর প্রয়োজন হচ্ছে। একসময় আমরা কাপড়ের রুমাল ব্যবহার করতাম। বাসার বাইরে যাওয়ার প্রয়োজন হলে পকেটে রুমালের অবস্থান নিশ্চিত হয়ে নিতাম। সময় বদলেছে, টিস্যু পেপারের বদৌলতে অন্তর্ধান হয়েছে রুমালের। রুমাল ব্যবহারের পর ধৌত করে আবার ব্যবহার করা যেত, জিনিসটা দীর্ঘমেয়াদি। অন্যদিকে টিস্যু পেপার ওয়ান টাইম, ধৌত করার কোনো ব্যবস্থা নেই। তার পরও এটি আমাদের নিত্যসঙ্গী। টিস্যু পেপার ছাড়া একটা দিন তো দূরের কথা, ঘণ্টা পার করাও দুরূহ হয়ে পড়েছে। এককথায়, বর্তমানে এটি অতি প্রয়োজনীয় বিষয় হিসেবে চিহ্নিত। অজুর সময়, বাথরুমে, খাওয়ার সময়, শোবার ঘরে, হাঁচি-কাশি-এমনকি কান্নায় চোখের পানি মুছতেও টিস্যু পেপার দরকার। এটি ছাড়া আমরা প্রায় অচল। তাই টিস্যুকে অতি যত্ন করে কাছাকাছি রাখি। শোকাহত পরিবারের সাক্ষাতে অশ্রু মুছতেও এর দরকার পড়ে।