পৃথিবীর প্রাচীনতম সভ্যদার জন্মস্থান মিশর। মিশরের ঐতিহ্যের যেসব অংশ পৃথিবীকে জয় করে রেখেছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- ফেরাউনের শাসন, মুসা নবী ও রানি ক্লিওপেট্রার শাসন ও প্রেম কাহিনি। খ্রিষ্টপূর্ব ৩২৩ অব্দে বিশ্ববিজয়ী শাসক আলেকজান্ডার মারা গেলে তার অন্যতম সেনাপতি টলেমী মিশরে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন। ৩০০ বছরের টলেমী রাজবংশের শেষ শাসক ছিলেন ক্লিওপেট্রা। মিশরের রানি ক্লিওপেট্রার বয়স তখন আঠারো বছর। খ্রিষ্টপূর্ব ৫১ অব্দের কথা। বিশ্বখ্যাত সৌন্দর্যের রানি ক্লিওপেট্রা তখন মিসরের রাজসিংহাসনে। রাজ্য শাসনের চেয়ে বেশি খ্যাতি তার রূপের। ক্লিওপেট্রার রূপের কাহিনি তখন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ছে রূপ কাহিনির মতো। আর সেই কাহিনি শুনে ক্লিওপেট্রাকে দেখার জন্য পাগল হয়ে উঠেছে রূপ পিয়াসী পুরুষেরা।